জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ঘিরে প্রতিযোগিতা

129

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে ও জাসাস এর সার্বিক সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৪টি বিভাগে চিত্রাংকন ও ২টি বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা চলাকালীন সময়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিএনপির সিনিয়র নেতারা প্রতিযোগিতা পরিদর্শন করেন।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন। বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেনের সঞ্চালনায়- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির ও আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন বালি, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান,

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন কৃষকদলের সভাপতি অলোকপ্রিয় চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম, জাসাস সাধারণ সম্পাদক পঠন চাকমাসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর অতিথিরা কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির কার্যালয়ের আসার পর ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ যুবদলের নেতৃবৃন্দ।