পাহাড় ধসের ঝুঁকিপুর্ণ এলাকা পরিদর্শনে জেলাপ্রশাসনের টিম

117

॥ এম,নাজিম উদ্দিন ॥

রাঙামাটি শহরে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শ করেছে রাঙামাটি জেলা প্রশাসনের ৬ টিম। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য পাহাড় ধসের ক্ষতি মোকাবেলায় এবং পাহাড়ের ঝুঁকিতে বসবাসরত লোকজনদের সচেতন করতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া টিম ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

শনিবার (১৭ জুন) বিকেলে ছয়টি টিম শহরের ঝুঁকিপুর্ণ এলাকা রূপনগর, শিমুলতলী, মুসলিমপাড়া, লোকনাথ মন্দির, ভেদভেদি এলাকায় সরেজমিনে গিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করেন।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি হাসান মো.সোয়াইব জানান, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করি। লোকজনদের সাথে কথা বলি এবং ভারী বৃষ্টিপাত হলে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হয়েছে। রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।’ এ সময় রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো.দিদারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।