রাঙামাটি জেলার সিভিল সার্জন হলেন ডাঃ নীহার রঞ্জন নন্দী

225

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলার মানুষের কাছে চিকিৎসক হিসেবে বেশ জনপ্রিয় ডাঃ নীহার রঞ্জন নন্দী এবার জেলার সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছেন। সোমবার (১৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা এক প্রজ্ঞাপনে তিনি নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পান। একই প্রজ্ঞাপনে বর্তমান সিভিল সার্জন ডাঃ বিপাস খীসাকে কক্সবাজারের সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে।

নীহার রঞ্জন নন্দী বর্তমানে বান্দরবান জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত আছেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি জেলা সিভিল সার্জন হিসেবে কর্মরত ডা. বিপাশ খীসাকে কক্সবাজারে এবং বান্দরবান জেলায় কর্মরত সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীকে রাঙামাটি জেলা সিভিল সার্জন হিসেবে বদলি করা হলো। অন্যদিকে, কক্সবাজার জেলা বর্তমান সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমানকে বান্দরবান জেলা সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ আলমগীর কবীর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আর বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নি¤œ বর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ কর্মস্থল বদলি/পদায়ন করা হলো। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ৫ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক ভাবে অবমুক্ত মর্মে গন্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও এতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।