দীপংকর তালুকদার’র সাথে জাগো হিন্দু পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

283

॥ স্টাফ রিপোর্টার ॥
মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ ।

রবিবার (২ জুলাই) সকাল ১০টায় এমপির নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দেবব্রত চক্রবর্তী (দেবু), সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু , সাংগঠনিক সম্পাদক রোমিও ধরসহ সম্পাদক মন্ডলির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে দীপংকর তালুকদার এমপি বলেন, সকল সম্প্রদায়ের মানুষ ভাগ্য পরিবর্তনের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সকল সম্প্রদায়ের নিজ নিজ সংগঠন গুলো এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব থেকে শুরু করে দেশ ব্যাপি ব্যাপক লোকসমাগমের মিলন মেলা রথযাত্রা অনুষ্ঠান সহ সকল পূজার অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারছে।