॥ রাজস্থলী সংবাদদাতা ॥
রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে় বৃহস্পতিবার (৬ই জুলাই) বিকাল ৪ঘটিকার সময় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাঙ্গালহালিয়া ইউনিয়়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরীর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান মোল্লা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম, সাধারণ সম্পাদক মংঞো মারমা,জেলা বিএনপির সহ মুক্তি যুদ্ধবিষয়ক সম্পাদক অরুন সেন,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া,সহ দপ্তর সম্পাদক মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল,জাসাস উপজেলা ও ইউনিয়ন সহ অন্যান্য অঙ্গ সংগঠন প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন আগামী দিনগুলোতে আন্দোলনের মাধ্যমে ভোটের ও জনগনের দাবী আদায়ে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাবেক সভাপতি জাহিদুল আলম বলেন জনগনের দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তি পূর্ন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য রাজস্থলী উপজেলার সকল নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।