অফিস এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

133

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে কারিগরী বোর্ড অনুমোদিত কম্পিউটার পার্কে অফিস এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

কম্পিউটার পার্কের মানবসম্পদ কর্মকর্তা নয়ন কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। স্বাগত বক্তব্য রাখেন, কম্পিউটার পার্কের পরিচালক পংকজ কান্তি শীল। এসময় প্রতিষ্ঠানটির সিইও শংকর শীলসহ প্রশিক্ষণার্থী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিগরী ও কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই, চাকুরির পেছনে না ঘুরে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে আত্বনির্ভরশীল হতে হবে, তাহলে প্রশিক্ষণের সফলতা কাজে আসবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যেক্তাদেরও কাজ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে কেক কাটা হয়। শেষে ৪০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা।