রাঙামাটিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা

149

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানুষকে সমতলের সাথে সমান্তরালে নিয়ে আসার মিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। যে কারণে তাঁর সরকারের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ এবং সামাজিক সক্ষমতা সকল ক্ষেত্রেই পরিকল্পিত উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনাকে সরকারে আনার লক্ষ্যে কাজ করার জন্য তিনি পাহাড়ের মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান এ আহ্বান জানান। সকালে প্রথমেই তিনি মানিকছড়িতে মিশন হোস্টেল উদ্বোধন করেন পরে পর্যায়ক্রমে তবলছড়ি বাজার হতে মাস্টার কলোনী সংযোগ ব্রীজ উন্নয়ন বোর্ডের স্টাফ ডরমেটরি উদ্বোধন করেন। এ ছাড়াও চেয়ারম্যান লেমুছড়ি মসজিদের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এই প্রকল্পগুলো বাস্তবায়নে উন্নয়ন বোর্ড সাড়ে ৩ কোটি টাকা ব্যয় করেছে।

প্রকল্পসমূহ উদ্বোধনকালে উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।