॥ কাউখালী প্রতিনিধি ॥
হাতের মেহেদী না মুছতেই এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে কাউখালী উপজেলার নিকটবর্তী রাংগুনীয়ার বগাবিলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কাউখালীর নিকটবর্তী রাংগুনীয়ার ইসলাম পুর গোদারপাড় এলাকার বাসিন্দা নাসির ড্রাইভারের মেয়ে নিশা আক্তার (১৯) এর সাথে পার্শ্ববর্তী রাজানগর ইউনিয়নের বাসিন্দা আবু তাহেরের ছেলে মোঃ জুয়েলের (২৫) এর সাথে জানুয়ারী /২০২৩ ইং সালে সামাজিকভাবে বিবাহ হয় বলে জানা যায়। গতকাল (সোমবার) সন্ধা সারে সাতটার সময় নিশার স্বামী বাহিরে কাজ থেকে ফিরে দেখেন তার স্ত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে দুইজন ছেলের সাথে কথা বলছিলেন তাকে দেখে ছেলে দুইটি দৌড়ে চলে যান। পরে তার স্ত্রী তাকে এনজিওর কিস্তির টাকা দিয়ে আসার জন বলে ঘরের মধ্যে চলে যান। সে ফিরে এসে দেখে তার স্ত্রী ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে। সাথে সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার সময় সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ মৃতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মৃতের স্বামী তার শ্বাশুর শ্বাশুরীকে জিগাসাবাদের জন্য আটক করেন এবং পরে রাংগুনীয়া থানা পুলিশ কে সৌপর্দ করেন। লাশ পোস্ট মর্টেমের জন্য পরদিন ( মংগলবার) রাংগামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। মৃতের পিতা বাদি হয়ে রাংগুনীয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এ বছরের জানুয়ারী মাসে নিশা আক্তারের বিবাহ হয়। বিয়ের সাত মাসের মধ্যে হাতের মেহেদী না মুছতেই গতকাল সোমবার রাতে সে মৃত্যুবরন করেন। এটাই এখন সকলের মুখে মুখে। বিষয় টি এলাকার চান্সল্যের সৃষ্টি হয়েছে। মৃত নিশা আক্তারের পরিবারে তারা দুই ভাই দুই বোন ছিলেন। নিশা আক্তার পরিবারের সদস্যদের মধ্যে সবার ছোট ছিলেন বলে জানা যায়।