রিজার্ভ বাজারে ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন খোকন স্মৃতি ক্লাব

127

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিনের আয়োজনে কর্ণফুলী স্পোটিং ক্লাবের পরিচালনায় প্রথম বারের মতো অনুষ্ঠিত কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রিজার্ভ বাজার লঞ্চঘাটের জলে ডোবা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খোকন স্মৃতি সংসদ ও চেঙ্গীমুখ একাদশ মুখোমুখি হয়।

খেলা শুরুর পূর্বে ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন দুই দলের খেলোয়ারসহ স্থানীয়দের নিয়ে লঞ্চঘাট থেকে আনন্দ র‌্যালি শুরু করেন। র‌্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে মাঠে এসে শেষ হয়। এরপর শত শত দর্শকের উপস্থিতিতে শুরু হয় ফাইনাল খেলা। খেলা শুরুর পূর্বে হেলাল উদ্দিন দুইদলের খেলোয়ারদের সাথে পরিচিত হন।

খেলার নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়ে ২দলই বার বার আক্রমণ করলেও কোন দলই বল জালে জড়াতে না পাড়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে পুরান পাড়ার খোকন স্মৃতি সংসদ।

খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পৗরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন। তৈয়্যাবিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর শুক্কুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- তৈয়্যাবিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল। সঞ্চালনা করেন ম্যারিলিন এনি মারমা।

এসময় অন্যান্যের মধ্যে সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ উদ্দিন আরিফ, কর্ণফুলী স্পোটিং ক্লাবের সম্ভু বড়–য়া, সেকান্দর বাঁশি, ছোটন বড়–য়া, জোহান রুবেল, মো. আজাদ, মো. ইকবাল, রুপন বড়–য়া, মো. আরজু, মো. হোসেনসহ স্থানীয়রা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভার পর অতিথিরা- সেরা খেলোয়ার, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক, সেরা দর্শকের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ ১৫ হাজার ও ১০হাজার টাকাসহ ট্রফি ও মেডেল তুলে দেন।