কাপ্তাইয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স এর সভা অনুষ্ঠিত

85

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স সভা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব কালো বরণ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

নির্বাহী অফিসার বলেন, একজন শিশু জন্মগ্রহন করলে তাঁকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করা উচিত, ঠিক তেমনি কারো মৃত্যু হলেও তাকে ইউনিয়ন পরিষদ হতে মৃত্যু সনদ নিতে হবে। এটা নাগরিকদের কর্তব্য।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ওসি নিপু চন্দ্র দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা) সাখওয়াত কবির, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।