জেলাপ্রশাসকের সাথে জুরাছড়ি উপজেলা পরিষদের সাক্ষাৎ

107

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলা পরিষদের নেতৃবৃন্দ রাঙামাটি জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার এই সাক্ষাৎকালে জুরাছড়ি শলক কলেজর শিক্ষক বৃন্দও উপস্থিত ছিলেন।

এসময় জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার ( অঃদা) মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, ২ নং বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ৩ নং মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা, স্থানীয় সাংবাদিক স্মৃতি বিন্দু চাকমা সহ শলক কলেজের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জুরাছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ শিক্ষার বিষয় নিয়ে অবহিত করেন।

এসময় জেলা প্রশাসক মহোদয় বলেন, পার্বত্যঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েরা যাহাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারেন সেজন্য শিক্ষার উন্নয়নের লক্ষে সর্বাত্তক সহযোগিতা করবেন বলে তিনি জানান। এছাড়াও স্থানীয় সাংবাদিক স্মৃতি বিন্দু চাকমা জেলা প্রশাসক মহোদয়কে জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সহ ৪ নং দুমদুম্যা ইউনিয়নে বগাখালী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথাগুলো জেলাপ্রশাসক মহোদয়কে অবহিত করেন।