॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে মসজিদ মেসের ওপর গাছ পড়ে মুয়াজ্জিনসহ দুইজন আহত হয়েছে। সোমবার (২৪জুলাই২৩) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই ৪নং ইউনিয়ন ৫ নং ওয়়ার্ডের ঢাকাইয়া কলোনী পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন পুরোনো একটি কড়ই গাছ আকস্মিক ভেঙ্গে মসজিদ মেসের উপর পড়ে। এসময় উক্ত মেসের বসবাসরত মসজিদের মুয়াজ্জিন তামজিদ তামিন(২১)ও মেসে থাকা সুইডেন পলিটেকনিক ছাত্র হামিদ রেজা(২১) গুরতর আহত হয়। আহত মুয়াজ্জিনকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এবং হামিদ রেজাকে স্থানীয় নতুনবাজার ঔষধ ফার্মেসিতে মাথায় ৮টি সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে ভেঙ্গে পড়া অপসারণের কাজ করছে বলে জানাযায়। কাপ্তাই ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো.ইমান আলী ঘটনা নিশ্চিত করে।তিনি জানান গাছ পড়ে মসজিদ মুয়াজ্জিনসহ ২জন আহত হয়েছে। এবং মসজিদ ও মেসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।