॥ কাউখালী প্রতিনিধি ॥
জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২ জন ডেংগু রোগী সনাক্ত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রতি দিন অনেক জ্বরের রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে গত জুন /২৩ ইং মাসে মোট ২৫ জনের ডেংগু রোগীর রক্ত পরিক্ষা করে ১ জন ডেংগু রোগী সনাক্ত করা হয় এবং কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাংগুনীয়া উপজেলার রানীর হাট এলাকার ২ জনের ডেংগু রোগ সনাক্ত করা হয় । বর্তমান জুলাই /২৩ ইং মাসে মোট৩০ জনের ডেংগু রোগী রক্ত পরিক্ষা করে ১ জনের ডেংগু রোগী সনাক্ত করা হয়। রোগী গুলি হলো মোঃ মুনির (১৬),হাতিমারা কলম পতি, পাইনু প্রু মারমা (১৮) বগাপাড়া কাউখালী রাংগামাটি পার্বত্য জেলা বলে জানা যায়।
এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতেখার হোসেন ফরহাদ বলেন, আমরা যে কোন জ্বরের রোগীকে ডেংগু পরিক্ষা করার জন্য পরমর্শ প্রদান করে থাকি। তা ছাড়া যে দুই জন ডেংগু রোগী পাওয়া গেছে তাদের আমরা চিকিৎসা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সরকারি হাসপাতালে ডেংগু রোগ পরিক্ষা করে সনাক্ত করতে জন প্রতি ৫০ টাকা ফি দিতে হয় বলে তিনি জানান। তা ছাড়া আমাদের মাঠ পর্যায়ের মাঠকর্মীদের মাসিক মিটিংয়ে নির্দেশনা দেয়া আছে যে যেকোনো এলাকায় জ্বরের রোগীর খবর পাওয়া মাত্র যেন তাক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয় ডেংগু রোগ পরিক্ষা করার জন্য। আমরা এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছি বলে তিনি জানান।