॥ স্টাফ রিপোর্টার ॥
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ের স্থানীয় সমস্যার কারণে রাঙামাটিতে সামাজিক বনায়নের কার্যক্রম থমকে আছে। তিনি বলেন শুধু বনায়ন নয়, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কাজে একটি চিহ্নিত মহলের অসহযোগিতার কারণে উন্নয়ন দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করে উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
গাছ লাগাতে সকল শ্রেণির মানুষকে উৎসাহ দিয়ে এমপি বলেন, দুর্যোগ মোকাবেলা জন্যই আমাদের বৃক্ষরোপণের কাজ সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। মানুষের জীবন রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপণের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার ফলে দেশে অধিক হারে বৃক্ষরোপণ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দীপংকর তালুকদার এসব কথা বলেন। বুধবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এবারে বৃক্ষমেলার প্রতিপাদ্য হলো ‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। রাঙামাটি জেলাপ্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি প্রধান বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় রাঙামাটি জেলার বিভিন্ন নার্সারীর প্রায় ১৮ টি স্টল স্থান পেয়েছে। বৃক্ষমেলা উদ্বোধনের আগে রাঙামাটি বন বিভাগের কার্যালয় থেকে পৌরসভা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।