॥ ক্রীড়া প্রতিবেদক ॥
আসামবস্তি উন্মুক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাঝেরবস্তি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আসামবস্তি যুব সমাজ আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় পাবলিক হেলথ এলাকার লাল সবুজ স্পোটিং ক্লাব ও আসামবস্তির শতদল স্পোর্টিং ক্লাব।
খেলার প্রথমার্ধে ১-১ গোলের ড্র নিয়ে বিরতীতে যায় দু-দল। দ্বিতীয়ার্ধে বার বার আক্রমণ করেও কোন দল গোল করতে না পাড়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শতদল স্পোটিং ক্লাবকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় লাল সবুজ স্পোর্টিং ক্লাব।
খেলা পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুন বিকাশ দেওয়ান, সাধারণ সম্পাদক শফিউল আজম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবু নাছের বিপ্লব, জেলা দলের সাবেক গোলরক্ষক ও ক্রীড়া সংগঠক কামাল হোসেন চৌধুরী ইকবাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অংশৈ থুই মারমা (মাস্তান) এর সভাপতিত্বে ও অজিত শীলের সঞ্চালনায় সার্বিক সহযোগিতা করেন- নিরুপম ত্রিপুরা কালা ও মং সিন থোয়াই মারমা টুলু।
সংক্ষিপ্ত আলোচনা সভার পর অতিথিরা সেরা খেলোয়ার, সেরা গোলরক্ষক, সেরা গোলদাতা সহ সুশৃঙ্খল দল হিসেবে মহসিন স্মৃতি স্পোটিং ক্লাবকে পুরস্কৃত করেন। এরপর অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে নগদ ২০ হাজার ও ১০ হাজার টাকাসহ মেডেল ও ট্রফি তুলে দেন।