খুটিপুজার মধ্যদিয়ে গীতাশ্রমে মাতৃভক্তি থিমের আত্মপ্রকাশ

125

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজারের গীতাশ্রম মন্দিরে খুটিপুজার মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসব ২০২৩ এর মাতৃভক্তি থিমের আত্মপ্রকাশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২০২৩ এর আয়োজনে মাতৃভক্তি থিমের আত্মপ্রকাশ উদ্বোধন করেন- মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার ও সহ-সভাপতি পুলক দে।

এসময় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২০২৩ এর সভাপতি রানা দাশ, সাধারণ সম্পাদক রকি দেবনাথ, অর্থ সম্পাদক রিটন সিংহ কালুসহ আয়োজক কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন- পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রকি দেবনাথ।