॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলার কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলায় নব নির্মিত তিনটি মডেল মসজিদ উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রী বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ৫০টি মসজিদ উদ্বোধনকালে রাঙামাটি জেলার এই তিনটি মসজিদও যুক্ত ছিল। চতুর্থ ধাপের এই ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী এ পর্যন্ত সারা দেশে ২০০ মসজিদ উদ্বোধন করেছেন। ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে দেশজুড়ে মোট ৫৬৪টি মসজিদ নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ।
বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি পার্বত্য এলাকায় বিভিন্ন দূর্গম অঞ্চলে শিক্ষার হার বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বলেন, সকলের সহযোগিতা থাকলে পার্বত্য রাঙামাটি জেলায় অবশ্যই শিক্ষার হার বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ওজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে। এছাড়া হজযাত্রীদের জন্যে রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশি অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে।
এর আগে তিনি প্রধানমন্তী প্রথম দফায় ২০২১ সালের ১০ জুন ৫০টি মসজিদ, চলতি বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় আরো ৫০টি এবং তৃতীয় দফায় ১৬ মার্চ আরও ৫০টি মসজিদ উদ্বোধন করেন। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ ২০২৪ সালের জুন নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান জানান, মডেল মসজিদ উদ্বোধনকালে রাজস্থলী প্রান্তে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী আর্মি ক্যাম্পরের ক্যাম্প কমান্ডার আবির আরমান নুর, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, কৃষি অফিসার আবুল খায়ের, গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী তৌকির হোসাইন, উপ সহকারি প্রকৌশলী তৌহিদুল আকবর চৌধুরী, সুজন পাল এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, হেডম্যান কার্বারী, মেম্বার চেয়ারম্যারন এবং এলাকার গন্যমান্য ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।