॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটি জেলা মৎস্যজীবি লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
আলোচনা সভা শুরুর পূর্বে অতিথি ও মৎস্যজীবি লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে শোকর্যালী শুরু করে দোয়েল চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয়। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তপন দাশ রবি এবং সদর থানা শাখার সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, রফিকুল মাওলা, ত্রিদীব কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দীন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনছুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুধীর দাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর শাখার সাধারণ সম্পাদক শহর আলী, সদর উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি সুনিল বিকাশ চাকমাসহ মৎস্যজীবি লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী। সভার আগে মৎস্যজীবি লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।