॥ স্টাফ রিপোর্টার ॥
জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের পুরান পাড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবরুক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাঙামাটি পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ড শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিন, সদস্য আশীষ দাশ গুপ্ত, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন। ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।
এসময় জেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।