কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

103

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার মাসিক চলতি মাসের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া।

এ সময় আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভুমি) নাসরিন সোলতানা নীতা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফজলুল করিম, পোয়াপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কাউখালী প্রেসক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, কলমপতি ইউপি চেয়ারম্যান প্রতিনিধি মেম্বার সৃতিদেবি চাকমা, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা কাজি মোঃ আহসান উল্লাহ, নাজির মোঃ মামুন হাছান সহ কাউখালী থানার প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ।