॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আন্তঃস্কুল হ্যান্ডবল ও দাবা টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে চিংহ্লামং মারী স্টেডিয়ামে দিনব্যাপি সদর উপজেলাধীন বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, রাঙামাটি ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর অতিথিরা দাবা খেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিজয়ী এবং হ্যান্ডবলে বিজয়ী বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।