॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাল্টা কর্মসূচী দিয়েছে উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতারা। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি পরিবারের ব্যানারে নাইল্যাছড়ি আলমগীর মেম্বারের বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মনছুর।
কাউখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন হিরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশেষ অতিথির বক্তব্য জেলা বিএনপির সদস্য আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কাউখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তারেক হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবিদল সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- জেলা বিএনপি আমাদের সাথে অন্যায় করেছে। তারা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সম্মেলন দিয়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করেছে। এরপর আমরা ৫ থেকে ৬’শ নেতাকর্মী জেলা বিএনপির কার্যালয়ে গেলে তারা আমাদের আশ্বস্ত করে বলে- সকলের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। কিন্তু জেলা বিএনপি তাদের প্রতিশ্রুতি না রেখে যারা উপজেলা বিএনপির নেতৃত্বে আছে তাদের আত্মীয় স্বজনদের দিয়ে পকেট কমিটি অনুমোদন দিয়েছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যতদিন পর্যন্ত উপজেলা বিএনপির পকেট কমিটি বাতিল করে সকলের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবেনা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।