বিলাইছড়িতে নবযোগদানকৃত ইউএনও’র মত বিনিময়

95

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়িতে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন । রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে মত বিনিময়কালে উপজেলার সার্বিক পরিস্থিতি ছাড়াও নতুন কলেজ স্থাপনের অগ্র্রগতি, শিক্ষা, যোগাযোগ, দূর্যোগ মোকাবেলা, চিকিৎসা সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউএনও উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগীতা কামনার পাশাপাশি উপজেলা তথা দেশের স্বার্থে যেকোন প্রয়োজনে সাধারণ জনগণ থেকে শুরু করে সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং অর্থ সম্পাদক অসীম চাকমা উপস্থিত ছিলেন ।