রাঙামাটি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল

136

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল নিয়ে ফুল দিয়ে হেলালকে বরণ করে নেয়। এরপর তিনি জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি, সহ-সভাপতি মোর্শেদুল আলম, নাজমুল হুদা, খোরশেদ আলম, আব্দুল মজিদ নান্টু, ইসমাঈল করিম, শাহ এমরান, তারেক আহম্মেদ, শফিকুল ইসলাম, সাইদুর রহমান বাবু, বাবুল সরকার, যুগ্ম-সম্পাদক ফজরুল ইসলাম, খোরশেদ আলম, কলেজ শাখার আহ্বায়ক মো. আল আমিন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর, নগর শাখার আহ্বায়ক খাইরুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।