বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছাত্রদলের শোভাযাত্রা

147

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিশাল শো-ডাউন দিয়েছে জেলা ছাত্রদল। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জেলা বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা পৌরসভার সামনে থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে আলোচনা সভায় যোগ দেয়।

এদিকে দুপুর ২টার পর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে পৌরসভা চত্বরে একত্রিত হতে থাকে। এতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পৌর, কলেজ, সদর থানা, রাজস্থলী ও কাপ্তাই উপজেলাসহ অন্যান্য উপজেলা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।