॥ স্টাফ রিপোর্টার ॥
নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষদের ঘাম-শ্রম আর রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা রাঙামাটি জেলার সর্ববৃহৎ ট্রেডইউনিয়নভূক্ত সংগঠন- রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নকে যারা দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছেন, তারা প্রকৃতপক্ষে জাতীয় স্বার্থ বিরোধি কাজ করছেন। শ্রমিকরা তাদের সাথে নেই এবং এই সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কারণ তারা আসলে মুষ্টিমেয় কয়েকজ মাত্র।
বৃহস্পতিবার রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মত ব্যক্ত করেছেন অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচনে পরাজিত গুটিকয়েক সদস্য নিজেদের পরজয়ের জ্বালা ভুলতে না পেরে এখন অপপ্রচার চালিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সমাজে এ নিয়ে ছড়ানো বিভ্রান্তি নিরসন কল্পে নৈতিক দায় থেকে আমরা বিষয়টি খোলামেলা ব্যাখা করার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি।
সম্মেলনে লিখিত বক্তব্য ছাড়াও সমিতির সকল ব্যাংক হিসাবের স্টেটম্যান্ট প্রদর্শন করে বলা হয় সমিতির তহবিলে এখনও দেড় কোটি টাকার উপরে স্থিতি রয়েছে এবং সংগঠনের টাকা নড়চড় হয়নি। ভূমি ক্রয়েও কোনো দুর্নীতি বা অসত্য তথ্য দেওয়া হয়নি। তবু সংগঠনের ঐক্য ও বৃহত্তর স্বার্থে আমরা ওই জমি ক্রয়ের দায় কাঁধে নিয়ে তা বিক্রি করে সকল টাকা সমিতির হিসাবে জমা করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমজীবী মানুষরা অসত্য প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে এখনও ঐক্য টিকিয়ে রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শ্রমিক নেতৃবৃন্দ।
সম্প্রতি রাঙামাটিতে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও বেবি টেক্সি চালক কল্যাণ সমিতির বিরুদ্ধে বাজারে ছড়ানো বিভ্রান্তি নিরসনকল্পে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
সংবাদ সম্মেলনে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সহ সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শহীদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দাশ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক মোঃ ইউনুচ মজুমদারসহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও বেশকিছু সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনটির ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য রাঙামাটির সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন সাধারণ সম্পাদক।