রাঙামাটিতে আহমদ রেজা ও নজরুল ইসলাম নঈমীর ওরশ

92

॥ স্টাফ রিপোর্টার ॥

শাহ আহমদ রেজা খান ও রাঙামাটি জেলা আহলে সুন্নাতের সাবেক সভাপতি আল্লামা হাফেজ নজরুল ইসলাম নঈমীর বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার এশার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদে অনুষ্ঠিত ওরশ শরীফের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় চেয়াররম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফী।

আলোচনা সভায় বক্তারা বলেন, আ’লা হযরত জ্ঞান বিজ্ঞানের বাতিঘর। বিশ্বের বুকে ইসলাম বিকৃতিকারীদের লেখনীর মাধ্যমে মুলোৎপাটন করেছেন এই কলম স¤্রাট। ইসলামের প্রকৃত রূপরেখা আহলে সুন্নাতের প্রচার-প্রসারে তাঁর লেখনী কালজয়ী দলিল হিসেবে থাকবে। বক্তারা আরো বলেন, পার্বত্যাঞ্চলে সুন্নীয়তের প্রচার ও প্রসারে আল্লামা নুরুল আলম হেজাজী ও আল্লামা নজরুল ইসলাম নঈমীর অবদান অনস্বীকার্য। দুর্গম পাহাড়ে ইসলামের মুলধারা প্রচারে এই দুই বরেণ্য আলেমের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

রাঙামাটি জেলা আহলে সুন্নাতের সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব জসীম উদ্দিন নূরী।

এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বনরূপা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইকবাল হোসেন আল ক্বাদেরী ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু নওশাদ নঈমী।

এসময় গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, জেলা আহলে সুন্নাতের অর্থ সম্পাদক হাজী মোঃ মাহফুজ উদ্দিন, কলেজ গেইট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, তাহেরিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম আল ক্বাদেরী, পুরানপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জমির উদ্দিন, তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ মনসুর আলী সহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আ’লা হযরত ও আল্লামা নঈমী (রহঃ) ওরশ উপলক্ষে মিলাদ কিয়াম ও মোনাজাত করা হয়।