রাঙামাটিতে এমপি আবুল কালাম আজাদ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনএফ হবে বিকল্প শক্তি

439

p.1

 

স্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখার সময় বিএনএফ সভাপতি এস এম আবুল কালাম আজাদ এমপি বলেছেন, পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্ত্বাগুলো আমাদের জাতির অলংকার। এসব জাতিসত্ত্বা বাঁচিয়ে রাখতে হবে। তাদের লালন করতে হবে এবং তাদের সুবিধা অসুবিধাগুলো আমলে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে নাগরিক হিসেবে সকল জাতি গোষ্ঠীর অধিকার সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব, এ ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্ত্বাগুলো যেন বৃহৎ জাতিগুলোর সংখ্যাগরিষ্ঠতার চাপে কোনোভাবে বঞ্চিত না হয়। সেটা দেখাও দাষ্ট্রের দায়িত্ব। পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ে ভূমি সমস্যা একটি মৌলিক সমস্যা। এই সমস্যা দুর করতে পারলে ক্রমান্বয়ে অন্যান্য সমস্যাগুলোও কমে যাবে। তাই সরকারের উচিত এই সমস্যা সমাধানে নিরবিচ্ছিন্নভাবে কাজ করা। সকলকে ভাবতে হবে এই সমস্যা নিয়ে।

শনিবার রাঙামাটির সর্বস্তরের নাগরিক সমাজ নিয়ে বিএনএফ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ) দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি নতুন চেতনা। অনেক দল নিজেদের বড় দল মনে করলেও দুর্নীতিতে তলিয়ে যাওয়া এসব দলকে এখন আর সাধারণ মানুষ ভোট দিতে চায় না। দেশের মানুষ চায় নতুন কর্মসূচি, নতুন চেতনা এবং নতুন দিক নির্দেশনা। সেই কর্মসূচি নিয়েই বিএনএফ মাঠে নেমেছে। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, জাতির ভবিষ্যৎ যুব সমাজের উত্তরণের উপর নির্ভর করছে, যুব চেতনা জাগ্রত হলে জাতি সামনে এগিয়ে যেতে সময় লাগবে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ) এক বিকল্প শক্তি হিসেবে জাতির সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ।

আবুল কালাম আজাদ এমপি আরো বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষানীতি নিয়ে ছাত্ররা আন্দোলন করেছেন। এই আন্দোলনের রেশ ধরেই ছাত্ররা ’৬৯-এর গণঅভ্যুত্থানে অংশ নেন। আইয়ুব খানের চতুরতায় ছাত্ররা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ’৭১-এর মুক্তিযুদ্ধে ছাত্রদের নির্ভীক অংশগ্রহণ প্রশংসার দাবিদার। তাই বর্তমান রাজনীতিতে ছাত্রদের সততার সঙ্গে অংশগ্রহণ করতে হবে।

বিএনএফ রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ জালোয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর কামাল, পৌর কাউন্সিলর রবিউল আলম রবি, যুবনেতা শাহজাহান আলম, বিএনএফ নেতা জাফরুল হাসানসহ শহরের বিভিন্ন শাখা থেকে আগত বিএনএফ, ছাত্র ও যুবপ্রন্ট নেতৃবৃন্দ। – সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান