॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাঙামাটি জেলার জন্য নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঊষাতন তালুকদার এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত।
শুক্রবার (৮সেপ্টেম্বর) রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ডিআইজি উত্তম চক্রবর্তী ও শ্যামল কুমার পালিত। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্তদ নেতা এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, এডভোকেট রাজীব চাকমা, আদিবাসী ফোরামের সভাপতি সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপন কুমার ঘোষ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শিক্ষক অরুপ মুৎসুদ্দিকে সভাপতি ও ইন্টু মনি তালুকদারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, সহ-সভাপতি পলাশ কুসুম চাকমা, সহ-সভাপতি মহতি চাকমা, সহ-সভাপতি অজয় সেন, সহ-সভাপতি লোমা লুসাই, যুগ্ম-সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, যুগ্ম -সাধারণ সম্পাদক কুশল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামা চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীরণ বড়–য়া, রবীন্দ্রনাথ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক, সনজিৎ চাকমা কুশলকে সাংগঠনিক সম্পাদক করা হয়। নির্বাচনী কমিটি ও নব নির্বাচিত নেতৃবৃন্দ মিলে আগামী এক মাসের মধ্যে নতুন কমিটিতে বাকি সদস্যদের মনোনীত করবেন।