॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন। বুধবার কাউন্সিলর মো. জামাল উদ্দিনের কাছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এর স্বাক্ষরে প্রেরিত পত্রের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে তার পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে উল্লেখ করা হয়- পৌর কাউন্সিলরদের দাবী আদায়ের লক্ষ্যে গত ১১ ফ্রেরুয়ারি ২০২৩ তারিখে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আর আগামী ১৬ সেপ্টেম্বর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত হবে।
এদিকে জামাল উদ্দিন বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর রাঙামাটিতে ছড়িয়ে পড়পার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। জামাল উদ্দিন রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডে ২বার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পাশাপাশি ইতোপূর্বে প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি একই সাথে বেশ কিছু সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব¡ পালন করছেন।