রাঙামাটিতে সাড়ে ১৩শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এলজিইডি

111

॥ আলমগীর মানিক ॥

হ্রদ ও পর্বতবেষ্টিত পার্বত্য জেলা রাঙামাটি দেশের সমতল জেলাগুলো থেকে এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থায় অনেকটা পিছিয়ে রয়েছে। জেলার মোট আয়তনের এক তৃতীয়াংশ এলাকা পানিপথ নির্ভর হওয়ায় গ্রামীণ রাস্তা-ঘাটসহ সংযোগ সড়কের অভাবে বছরগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্যগুলো সময়মতো বাজারজাত করতে পারতো না এখানকার বাসিন্দারা। দুর্গমতার এই সুযোগকে কাজে লাগিয়ে জেলার অরণ্যবেষ্টিত এলাকাগুলোতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরাও অবস্থান নিয়ে চালাচ্ছে তাদের সন্ত্রাসী তৎপরতা। প্রতিনিয়তই এসব সন্ত্রাসীগোষ্ঠী নিজেদের আধিপত্য বিস্তারে সশস্ত্র সংঘাতে লিপ্ত হয়ে ধারাবাহিকভাবে ব্যাপক প্রাণহানী ঘটিয়ে চলেছে। ইতোমধ্যেই সরকারের বিভিন্ন সংস্থাসহ প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত সুপারিশের আলোকে সরকারের পক্ষ থেকে রাঙামাটির নদীপথ নির্ভর উপজেলাগুলোতে সংযোগ সড়ক নির্মাণসহ গ্রামীণ পর্যায়ে অভ্যন্তরীণ সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষ।

বিগত ২০০৯ সালে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র এলজিইডি’র মাধ্যমে পার্বত্য রাঙামাটি জেলায় বাস্তবায়ন করা হয়েছে এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প। আরো ৩৩৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি। তিনি জানিয়েছেন, রাঙামাটি সদর উপজেলাসহ ১০ উপজেলার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ার কারনে সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো এখন দৃশ্যমান।

এলজিইডি রাঙামাটির কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যমতে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত ২০০৯ সালে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে পার্বত্য রাঙামাটিতে ৫৮৫ কোটি টাকা ব্যয়ে ২২৫.০০ কিলোমিটার সড়ক উন্নয়ন ও পুনবার্সন, ১২৫ কোটি টাকা ব্যয়ে সর্বমোট ২৫২২ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৬টি ব্রীজ/কালভার্ট নির্মান, ১২ কোটি ব্যয়ে ৫টি গ্রামীণ হাট বাজার উন্নয়ন, ২.১২ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ২.২০ কোটি টাকা ব্যয়ে কাউখালী, জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকল উপজেলায় ৪টি মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুঘর নির্মাণ, ০.৪৫ কোটি টাকা ব্যয়ে অস্বচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের আবাসন(ঘর নির্মাণ) প্রকল্প, ৬ কোটি টাকা ব্যয়ে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১০৩টি(মসজিদ, মন্দির, কেয়াং, কবরস্থান ও শ^শান) নির্মাণ, ২৫ কোটি টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প, ১৯ কোটি টাকা ব্যয়ে ২২টি ইউনিয়ন পরিষদ কমপ্লে´ ভবন নির্মাণ, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ৩৬০টি ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি।

জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থাসহ স্থানীয় জনগোষ্ঠির আত্মসামাজিক জীবনমানোন্নয়নে এসেছে আমূল পরিবর্তন। পাহাড়ের অর্থনীতিতে নতুন মাত্রা যোগসহ এখানকার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দিচ্ছে বলে মন্তব্য করে এলজিইডি রাঙামাটি অফিসের নির্বাহী প্রকৌশলী আহামদ শফি জানিয়েছেন, উপরোক্ত প্রকল্পগুলো ইতোমধ্যেই ১০২৬.৭৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে এবং আরো ৩৩৮ কোটি টাকা ব্যয়ে রাঙামাটি দূর্গম বিলাইছড়ি উপজেলাকে সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য একটি প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এই প্রকল্পের আওতায় ৪০ কিলোমিটার সড়কপথ ও ১২ টি ব্রীজ নির্মাণ করা হবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি জানিয়েছেন, গ্রামকে শহর বানানোর যে ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেই আলোকে রাঙামাটিতে এলজিইডি কর্তৃক গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, শহরের সুযোগ-সুবিধা গ্রামেও যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। গ্রামের মানুষ যেন শহরমুখী না হয়ে গ্রামেই তাদের নিজস্বপণ্য বাজারজাত করতে পারেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র গ্রাম থেকেই সংগ্রহ করতে পারেন। সেজন্য রাঙামাটির প্রত্যন্ত এলাকাগুলোকে সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যেই এক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে এবং আরো ৩শ ৩৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। যার ফলে পাহাড়ের জনগণের আয় ক্রমান্বয়ে বাড়ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে এবং অত্রাঞ্চলের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত হবে।