নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)’র ৮৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে নানিয়ারচরে জেএসএস এর অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুব সংহতি সমিতির সভাপতি রতন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি এলটন চাকমা সহ এলাকার হেডম্যান কার্বারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা কে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তিনি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠির জাতীয় জাগরণের অগ্রদূত ছিলেন। নিপীড়িত, নির্যাতিত ও অধিকারহারা মানুষের পরম বন্ধু হিসেবে দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন। পাহাড়ি জনগোষ্ঠির জাতীয় অধিকার রক্ষার্থে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমরা কখনো তা ভুলতে পারবো না।
এর আগে বেলুন উড়িয়ে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৪ তম জন্মবার্ষিকী পালন করেন, সংগঠনটির নেতাকর্মীরা।