রাজস্থলীতে উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

198

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলীতে উপজেলা বিএনপির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা অরুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যডভোকেট মামুনুর রশিদ মামুন। উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ এতে সভাপতিত্ব করেন।

এ সময় এডভোকেট মামুন বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ। জনগণ ভোটচোর ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। তাদের ক্ষমতা থেকে নামাতে হবে। এ জন্য এবার ঢাকার মধ্যে তরুণরা রাজপথে নেমেছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে এ সরকারে পতন ঘটনো হবে। জাতীয় সরকার গঠন করা হবে। ঐক্যমতের ভিত্তিতে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করা হবে।’

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুটু,সহ সভাপতি বাবুল আলী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দেব জ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহেদুল আলম, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মঞো মেম্বার , সাংগঠনিক সম্পাদক বাবলু, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন,বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী,উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি, শ্রমিক দলের সভাপতি হামিদ, নুরুল আলম মেম্বার, ভূবন তনচংগ্যা সহ উপজেলা বিএনপির সকল সদস্য অংগ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।