তাহিয়া ফাতেমা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

151

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার কৃতি শিক্ষার্থী তাহিয়া ফাতেমা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে রাঙামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল (কিন্ডার গার্টেন) তবলছড়ি’র ছাত্রী। তাহিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ অংশ গ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে, তার রোল নম্বর- ম- ৩১।

তাহিয়া ফাতিমা রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুর আলমের কন্যা, তার মা একজন গৃহিনী, ৩ ভাইবোনোর মধ্যে তাহিয়া সবার ছোট। একই সাথে সে রাঙামাটি পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক স্বনামধন্য পৌর কমিশনার মরহুম আবুল বশর (বশর মেম্বার) এর নাতনী। বর্তমানে সে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। সে বড় হয়ে একজন দেশপ্রেমিক বিসিএস কর্মকর্তা হতে চায়, তাই সকলের প্রার্থী।

তার জন্য দোয়া কামনা করেছেন ছোট কাকা সাংবাদিক নাজিম উদ্দিন, বড় আব্বু ফরিদ, বড় আম্মু, ছোট কাকী, ফুফি, রাকিব, তায়্যিব, মুনতাসির, রিমা, নাঈমা, নিঝুম, নাঈম সবাই।