॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবিত ভূমি জটিলতার জেরে শহরে প্রায় দুইঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলকাবাসী। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে কলেজ গেইট এলাকায় এই অবরোধ করে এলাকাবাসী।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে রাঙামাটি জেলা মডেল মসজিদের জন্য জায়গা নির্ধারণ করা হয় কলেজ গেইট এলাকায় বিদ্যমান ‘কলেজ গেইট এসই কমপ্লেক্স জামে মসজিদকে’।
শুক্রবার সেখানে ভিত্তি প্রস্তর স্থাপনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যায়ে এসে জানা যায়, ওই স্থানে মসজিদ নির্মাণের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ও বাছাই কমিটির সিদ্ধান্ত থাকলেও ভূমি হস্তান্তর প্রক্রিয়া যথা নিয়মে সম্পন্ন না হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে।
এদিকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের কথা শুনে জড় হওয়া মুসল্লীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনো কর্মকতা সেখানে না আসায় তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। এলাকাবাসীর দাবি ওই স্থানেই জেলা মডেল মসজিদ নির্মাণ করতে হবে।
জনতার অবরোধের কথা শুনে সেখানে স্বশরীরে জেলাপ্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত হয়ে জনতাকে মসজিদ নির্মাণের বিষয়ে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। জেলাপ্রশাসক মোশারফ হোসেন খান এ সময় সমবেত জনতাকে জানান, ভূমি হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা এবং সঠিকভাবে স্থান নির্ধরণের বিষয়টি নিয়ে তারা সহসাই বসবেন, সেখানে এলাকাবাসী ও মসজিদ কমিটির প্রতিনিধিদেরও রাখা হবে।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, ভূমি জটিলতা বিষয়ে সংশ্লীষ্টদের সাথে কথা বলে জানা যায়, প্রস্তাবিত ভূমিটি সড়ক ও জনপথ বিভাগের নামে হুকুমদখলকৃত ভূমি। এক সংস্থার ভূমি অন্য সংস্থার কাছে হস্তান্তর করতে হলে মন্ত্রণালয় পর্যায়ে যে সমন্বয় দরকার, তা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন না হওয়ায় জটিলতা দেখা দিয়েছে।
অপর একটি সূত্র জানিয়েছে, সড়ক ও জনপথ বিভাগ সেখানে মসজিদ নির্মাণের বিষয়ে পাশেই একটি বিকল্প ভূমির প্রস্তাবও দিয়েছে। যদিও এ প্রস্তাব এখনও আলাপ আলোচনা পর্যায়ে রয়েছে। তবে রাঙামাটি জেলা মডেল মসজিদ ওই এলাকায় নির্মাণের বিষয়ে জনদাবির প্রতি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা সচেতন রয়েছেন বলে সকলেই একমত হয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে সারাদেশে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার তাগিদ থাকলেও প্রয়োজনীয় ভূমির অভাবে রাঙামাটি জেলা এবং সদর উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দু’টি মসজিদের নির্মাণ কাজ শুরুই করা যায়নি। এ নিয়ে ক্ষোভ রয়েছে জনগণের মাঝে।
এদিকে সড়ক বিভাগ সূত্র জানিয়েছে, তারা মসজিদ তৈরীর বিপক্ষে নয়, তবে সরকারি দায়িত্বের অংশ হিসেবে তারা নিয়মের অনুসরণ করতে বাধ্য। তাছাড়া মসজিদ নির্মাণের প্রাথমিক প্রস্তাবের সময় কিছু বিষয় সকলের নজর এড়িয়ে যায়। সরকারি স্বার্থেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনার অবকাশ রয়েছে বলে তারা মনে করেন।