॥ স্টাফ রিপোর্টার ॥
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। রোববার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।
বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, মৎস্যজীবি দলের সভাপতি নুরুল কবির বাচা, শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল।
এসময় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, কৃষকদলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন- অবৈধ সরকার বিচার বিভাগের বিচারকদের দলীয়করণ করে ফরমায়েশি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে বন্দি করেছে। তাকে বন্দি অবস্থায়ও সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। বন্দি অবস্থায় খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে।
বক্তারা আরো বলেন- আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নেই। আর কয়েকদিন পর এ ফ্যাসিস্ট সরকার পালানোরও পথ পাবে না। দেশে-বিদেশে শেখ হাসিনা সরকারের বিদায়ের আওয়াজ উঠেছে। বিদেশী রাষ্ট্রগুলো শেখ হাসিনাকে না করে দিয়েছে। দেশের মানুষ রাস্তায় নেমেছে। এবার আর শেষ রক্ষা হবে না। অচিরে বাংলার মানুষ বিজয় মিছিল করবে। বেগম খালেদা জিয়া জালিম সরকারের কবল থেকে মুক্তি পাবে।