বন্দুকভাঙ্গা ইউনিয়নে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

123

॥ বিহারী চাকমা ॥

রাঙামাটি সদর উপজেলাধীন ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়নে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ কৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সভাকক্ষে ‘স্বপ্নের বন্দুকভাঙ্গা’ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.আনন্দ বিকাশ চাকমা ।

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। মুখ্য আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের প্রাক্তন চেয়ারম্যান রনজ্যোতি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নং বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, নানিয়াচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বড়ুয়া, কার্বারী এসোসিয়েশন সভাপতি হীরালাল চাকমা, বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চিত্রসেন চাকমা।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন আদিত্য চাকমা ও বিনীতা চাকমা। এসময় বিপুল সংখ্যক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখাপড়া মান উন্নয়ন, জীবন গঠন, ও তথ্য প্রযুক্তির সম্পর্কে বিভিন্ন দিক নিদের্শনা ও পরামর্শ প্রদান করেন।