আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

163

॥ স্টাফ রিপোর্টার ॥

“গাছ লাগান, পরিবেশ বাচান, জীবনের জন্য গাছ, ঘরের সৌন্দর্যের জন্য ফার্ণিচার” এই স্লোগানে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির আয়োজনে ৭ম ব্যবস্থাপনা পরিষদের সদস্যদের মাঝে মুনাফা প্রদান, গাছের চারা বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক মো মহিউদ্দিন পেয়ারু। এসময় আসবাবপত্র সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, ফার্নিচার শিল্প পার্বত্য রাঙামাটি জেলার অর্থনীতিকে পাল্টে দিতে পারে। এ শিল্পের সাথে জড়িত সকল মালিক শ্রমিক যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য আমাদেরকে আরো নতুন করে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ফার্নিচার শিল্প যাতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বাজার দখল করতে পারে তার জন্য এই শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

আগামী নির্বাচনের পরে দেশি-বিদেশী বিশেষজ্ঞদের এনে এই শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের রাঙামাটির ফার্নিচার শিল্পকে আরো উন্নত করা হবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, শুধুমাত্র রাঙামাটিতে কয়েক হাজার মালিক শ্রমিক এই শিল্পের সাথে জড়িত রয়েছে। এই সমিতিকে আরো গতিশীল করতে রাঙামাটি জেলা পরিষদ সবসময় তাদের পাশে রয়েছে। আলোচনা সভা শেষে সমিতির সকল সদস্যদের মাঝে ৪০লক্ষ টাকা মুনাফা প্রদানসহ গাছের চারা বিতরণ করা হয়।