বিলাইছড়িতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

150

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (৪ অক্টোবর) বিলাইছড়িতে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাঙ্গামাটি জেলা অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এই সভা অনষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দ্ত্ত, থানা অফিসারি ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন , জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহামুদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই বিষয়ে আগে নিজে সচেতন হয়ে অপরকেও সচেতন করতে হবে। কারণ খাদ্য সংগ্রহ থেকে শুরু করে গ্রহণ পর্য়ন্ত যে নিয়ম রয়েছে তা যথাযথভাবে পালন করতে হবে। বক্তারা আরও বলেন, খাদ্যে ভেজাল মেশানো একটি অপরাধ। এবং মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ নামে একটি আইনও রয়েছে । তাই উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ এবং প্রশাসনের নিয়মিত তদারকি ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করার কথা বলা হয়।