॥ স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ঘিরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পুরান পাড়া কোরআন শিক্ষার আসর ও এলাকাবাসীর উদ্যোগে ২য় বারের মতো জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পুরান পাড়া জামে মসজিদ থেকে এই জুলুস শুরু হয়ে বিভিন্ন এলাকা হয়ে রিজার্ভ বাজার চৌমুহনী ঘুরে আবারো মসজিদে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় কালিমা খচিত বিভিন্ন রংবেরঙের পতাকা নিয়ে শত শত ধর্মপ্রাণ মুসল্লি জুলুসে অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- নিউ রাঙামাটি জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু নওশাদ নঈমী আশরাফী।
বিশেষ অতিথি ছিলেন- তৈয়্যাবিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আকতার হোসেন চৌধুরী। পুরান পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন কাদেরীর সভাপতিত্বে ও পুরান পাড়া কোরআন শিক্ষার আসরের প্রধান পরিচালক হাফেজ মোহাম্মদ শওকত আলীর সঞ্চালনায় কলেজ গেইট জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল ক্বাদেরী, নিউ রাঙামাটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল ক্বাদেরী, তৈয়্যাবিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম নঈমী, লঞ্চঘাট জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম, নিউ রাঙামাটি জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ ক্বারী ইব্রাহীম আল ক্বাদেরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।