৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

107

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রাঙামাটি পৌর শাখার আওতাধীন ৬নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবারো সভাপতি হিসেবে মো. সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল গফুরকে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভেদভেদীর শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন।
সম্মেলন উদ্বোধন করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরিদুল আলম ফরিদ।

৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক রিটন বড়–য়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাসুদুল হক বদরুল, সদস্য-মো. আব্দুল করিম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক নরেশ মজুমদার।

প্রধান বক্তা ছিলেন- পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা।
প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যের পর পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলরদের উপস্থিতিতে প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন নব-নির্বাচিত সভাপতি মো. সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুরের নাম ঘোষণা করেন। এবং আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। এরপর অতিথিরা নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন।