রাঙামাটিতে এশিয়া ছিন্নমূলের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

116

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের একটি কমিউিনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মো. দুলাল মিয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন- রাঙামটি জেলার প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ।

সংস্থার পার্বত্য অঞ্চলের পরিচালক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, পৌর শাখার সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক। এসময় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর অতিথিরা ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর মো. নাজিম উদ্দিনকে সভাপতি ও কাজল কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটি ঘোষণা করা হয়।