॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপি রাঙামাটির পৌর শাখার আওতাধিন ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় তবলছড়ির মিনিস্ট্রিয়াল ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
এসময় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জহির আহাম্মদ সওদাগর। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি নগর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম। বিশেষ বক্তা ছিলেন রাঙামাটি নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুল হক।
এসময় বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১দফা দাবি আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।