॥ বান্দরবান প্রতিনিধি ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে বান্দরবানে দলটির নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করছেন। জেলা বিএনপির নেতাকর্মীরা বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান বাজারের (২নং গলি) তে অনশন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা শহরে তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালিত হচ্ছে আজ।
এদিকে অনশনকে ঘিরে বান্দরবানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বক্তব্যে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি রেখেছে। তিনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে এই সরকার দায়ী থাকবে।
জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং বলেন, এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। দেশে তা সম্ভব নয়। আমরা অনেক দিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি। কিন্তু সরকার কর্ণপাত করছে না। এখন একেবারে শেষ সময় চলে এসেছে। অবিলম্বে বিদেশে নেওয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না।
সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মা ম্যা চিং, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, সাবেক সহ সভাপতি লুসাই মং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, আবিদুর রহিম, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জামান, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ প্রমুখ।