॥ ইকবাল হোসেন ॥
পর্যটন শহর রাঙামাটির ফুটপাত দখলমুক্ত করার অভিযান যেনো কাজেই আসছেনা। বেশ কয়েকবার অভিযান চালানোর পরও শহরের বিভিন্ন স্পটে রাঙামাটির ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা। এতে যেমন নিয়মিত পথচারীরা বিপাকে পড়ছেন, তেমনি নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য।
এমনি একটি স্থান শহরের চিং হ্লামং মারী স্টেডিয়াম এলাকায় রেড ক্রিসেন্ট কার্যালয়ের বিপরীর দিকের ফুটপাত। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ফুটপাত দখল করে দিব্বি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। যেখানে মূল সড়কটিতে দীর্ঘ বাঁক রয়েছে, ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীরা মূল সড়ক ব্যবহার করে চলাচল করছেন। যে কোনো মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, শহরের বনরূপা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে কয়েকবার অভিযান চালানো হলেও, এদিকে কোন অভিযান না হওয়ায় ভাসমান দোকানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা পথচারীদের অভিযোগ তোয়াক্কা করছে না। পৌরসভার বেদখল ফুটপাত জঞ্জালমুক্ত করতে প্রশাসনিক পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।