॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। শনিবার (১৪ অক্টোবর) তিনি জুরাছড়ি গেলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
পরে এলাকাবাসীকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের গঠনমূলক উন্নয়নের ¯্রােতধারায় সারাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে জুরাছড়িও পিছিয়ে থাকবে না, অন্যান্য উপজেলার মত যোগাযোগ, কৃষি এবং শিক্ষার ক্ষেত্রে এই উপজেলাকেও এগিয়ে নিতে তিনি বিশষভাবে কাজ করবেন। তবে এজন্য প্রয়োজন সকলের সার্বিক সহযোগিতা। চেয়ারম্যান শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের সহযোগীতা কামনা করে বলেন, সকল শিশুকে মানসম্মত শিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে পার্বত্য এলাকা একদিন দেশের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠবে।
জেলা পরিষদ বিশ্রামাগারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামি লীগ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরেশ কুমার চাকমা চেয়ারম্যান উপজেলা পরিষদ জুরাছড়ি, মোহাম্মদ রহমত উল্লাহ নির্বাহী কর্মকর্তা জুরাছড়ি, আব্দুস সালাম অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা, রিটন চাকমা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম।
এ সময় চেয়ারম্যানের সাথে তার সহধর্মিনী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা।