বিএফআইডিসি কারখানায় চুরির অভিযোগে আটক ১

151

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

বিএফআইডিসি, এলপিসি শাখা কাপ্তাই যান্ত্রিক কারখানায় চুরি হওয়ার পর সিসিটভি ফুটেজ দেখে শনাক্ত করে মালামালসহ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫অক্টোবর) ভোর রাত ৪টায় এলপিসি ওর্য়াকসপের পিছনের জানালা ভেঙ্গে দুই ব্যক্তি কারখানা হতে মোটর, আর্থিংতারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নেয়। ভোর হয়ে যাওয়ায় নিরাপত্তা প্রহরীরা চোরের আগমন আঁচ করতে পেরে এগিয়ে গেলে তারা চুরির জন্য বস্তা ভর্তি কিছু মালামাল রেখেই অবশিষ্ট মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সকালে এলপিসি শাখার কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সিসিটিভি দেখে চোর শনাক্ত করে। এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস (হিসাব)কর্মকর্তা জানান আমরা সিসিটিভি দেখে ২জন চোর কালু(৩০) পিতা মৃর্ত মনির আহম্মদ ও মো.শাহিন(২৫)পিতা মো.ইদ্রিসকে শনাক্ত করি। এরা সকলে ৪নং ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মোনাফ টিলায় বসবাস করে। এলপিসি শাখার নিরাপত্তা পরিদর্শক উশোয়েইনু মার্মা জানান দুপুর ১টার দিকে আমরা আনসারকে নিয়ে চুরি হওয়া মালামালসহ চোর শাহিনকে গ্রেপ্তার করি। এ বিষয়ে থানায় মামলা করা হয়।