॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির লংগদু উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রায়ণ প্রকল্পের সুফলভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বেলা ৩টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সুফলভোগীদের মিলন মেলা এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া (পিএসসি), উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ অন্যান্যরা। যৌথভাবে সঞ্চালনা সাংবাদিক আরমান খান ও ভাইবোন ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্টি চাকমা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্যে হলো সাধারন মানুষের মঙ্গল করা। সাধারন মানুষ যাতে করে শান্তিতে বসবাস করতে পারে সে চিন্তা করেই সাধারন মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে তিনি। তিনি বলেন হিসেব মতে শুধু লংগদু উপজেলাতে ৪৪হাজার সরকারী উপকার ভোগী রয়েছে, তারা সবাই যদি চায় লংগদু উপজেলাতেই সবাই একটি করে ভোট দিলে ৪৪হাজার ভোট দিতে পারে, এ সরকার পুনরায় ক্ষমতায় আসলে উপকার ভোগীর সংখ্যা আরো বাড়বে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় লংগদু উপজেলায় জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীদের মিলন মেলা অনুষ্ঠানের প্রাক্কালে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫জন নিবন্ধিত দরিদ্র জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক কার্যক্রমের উপকরণ হিসেবে ছাগল ও খাঁচায় মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও নতুন করে আরো অনেকের হাতে বিভিন্ন ভাতার কার্ড, নগদ অর্থ এবং ব্যাংকের চেক প্রদান করা হয়।