॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ভেদভেদীর শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পাঠাগারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা।
শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি রিটন বড়–য়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক সমীর দত্ত, জেলা যু¦বলীগের সহ-সভাপতি ফজলুল হক।
এসময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শেখ রাসেল স্মৃতি পাঠাগার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর ১৫ই আগস্টের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।