রাজস্থলীতে কৃষকদের মাঝে সার-বীজ প্রণোদনা বিতরণ

141

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ ভুট্রা, সরিষা, সূর্যমূখী ও চীনাবাদাম ও বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। উপজেলার ৩টি ইউনিয়নের ২৫০ জন কৃষকের মাঝে বীজ ও উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলা হলররুমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদিনের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ওয়ার্ড মেম্বার ক্যাসাচিং মারমা, উপ সহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা, জয়নাল, শাহাজান প্রমূখ।

এ সময় জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন, মান্দাত্তার আমলের পুরাতন কৃষিকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল কৃষিতে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়েই।

আজ ভর্তুকির মাধ্যমে দেশের কৃষকদের ডিজিটাল থেকে স্মার্ট কৃষকে পরিণত করতে প্রতি মৌসুমেই আধুনিক কৃষি যন্ত্রপাতিগুলো প্রদান করা হচ্ছে। উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করায় আজ ফসলের উৎপাদনও দ্বিগুনের চাইতে বেশি হচ্ছে। এছাড়া হারিয়ে যাওয়া অর্থকরী ফসলগুলোর আবাদ আবার ফিরিয়ে আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণগুলো প্রদান করা হচ্ছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকদের এই সব ফসল চাষের দিকে উদ্বুদ্ধ করতেই প্রতি মৌসুমে সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে। তাই কৃষি নির্ভর এই দেশের কৃষিকে ডিজিটাল থেকে স্মার্ট কৃষিতে রূপান্তর করতে আগামীতে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আর প্রধানমন্ত্রীর এই উপহারগুলো সঠিকভাবে ব্যবহার করে দেশের কৃষিকে আরো একধাপ এগিয়ে নিতে একযোগে কাজ করতে তিনি সবার প্রতি অনুরোধ করেন।